জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগান্তীর্যে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার ৪০টি পূজামণ্ডপে সুষ্ঠু, সুন্দর ও আনন্দময় পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে ব্যাপক আলোচনা সাপেক্ষে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুঞা সা আদ, সেনা কর্মকর্তা আরাফ আহমেদ, থানার অফিসার ইনচার্জ মো মোখলেছুর রহমান আকন্দ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত।
এছাড়াও উপস্থিত ছিলেন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছদরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সতীশ গোস্বামী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম, পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক তকবুর আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি আশিত উল্লা খান, উপজেলা জামায়াতে ইসলামের আমির মো লুৎফুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের যুগ্মসম্পাদক তারেক রহমান, পৌর বিএনপির সহসাংগঠনিক ফারুক আহমেদ, সাংবাদিক অমিত দেব, গোবিন্দ দেব, হুমায়ুন আহমেদ প্রমুখ।