বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে জগন্নাথপুর দুই দিনব্যাপী ফ্রি মোবাইল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর খানবাড়িতে সকাল থেকে বিকেল পর্যন্ত মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে রোগীদের ফ্রি ব্যবস্থাপত্রের পাশাপাশি ফ্রি ঔষধও দেওয়া হয়েছে।
রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার আজীবন সদস্য সোহেল আহমদ খান টুনুর সভাপতিত্বে ও বাবুল খান মুন্নার পরিচালনায় মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবী আবুল কয়েছ ইসরাইল। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট মুরব্বি দরাজুল ইসলাম খান, তৌরিছ মিয়া মাস্টার, আবুল লেইছ, লায়েক মিয়া, আনহার মিয়া, জগন্নাথপুর উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি কবির আহমদ হিরা, সমাজসেবী মুহিবুল ইসলাম খান দলা, ছদরুল ইসলাম, ওয়েছ কবির উজ্জ্বল, শাহজাহান আহমদ রাজু, জগন্নাথপুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান আমির আহমদ খান সাব্বির, উপ যুব প্রধান সাইফুর কামালী ও বন্ধু বিভাগীয় প্রধান সাহেল আহমদ জয়।
চিকিৎসা সেবা দেন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে বিশষায়িত হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা মো সাঈদ জাহাঙ্গীর তনু এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মিডওয়াইফ ডা পরিবানু, সুনামগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান সোয়েব আবেদীন ও যুব সদস্য নাজমুল হক আকাশের নেতৃত্বাধীন মেডিকেল টিম।
Leave a Reply