জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের ২০২০-২১ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় মাঠ দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পৌরসভার হাসিমাবাদ এলাকায় জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান মজুমদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো ফরিদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রশিক্ষণ কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ও উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন।
সমাবেশ শেষে অতিথিবৃন্দ পৌরসভার হাসিমাবাদ এলাকার একটি সূর্যমুখী ফুলের বাগান পরিদর্শন করেন।
Leave a Reply