জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে দেশের বড় তিনটি দলের নেতাকর্মীদের নিয়ে রাজনৈতিক দিগন্তের শক্তিশালীকরণ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তন বুধবার সকাল ১১টায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজন করে।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী মাহবুব হোসেনের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম। অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার, জাতীয় পার্টির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক।
এছাড়া জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply