জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অরফান ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, আব্দুল জব্বার ফ্যামেলি ফান্ড ইউকে, খাদিমূল কোরআন পরিষদ ও আলোর প্রত্যাশা সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অরফান ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আসকর আলীর অর্থায়নে বুধবার উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে খাদিমূল কোরআন পরিষদের সভাপতি সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জেলা বিএনপির সহ সভাপতি আবু হুরায়রা সাদ মাস্টার ও জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান।
আলোর প্রত্যাশা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক আল মাসদ ও সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাফিজ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, আলোর প্রত্যাশা সামাজিক সংগঠনের সহ সভাপতি তৈয়বুর রহমান।
Leave a Reply