জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে যৌতুক মামলার গ্রেফতারি পরোয়ানার আসামি গয়াছ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে ফেছী বাজার থেকে এএসআই সাদিকুর রহমান সহ এক দল পুলিশ গয়াছ মিয়াকে গ্রেফতার করে।
গয়াছ মিয়া উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছী গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে।
এএসআই সাদিকুর রহমান জানান, গয়াছ মিয়াকে সোমবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply