জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল উচ্চ বিদ্যায়লের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করার প্রতিবাদ জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে অভিভাবক ও নির্বাচনের প্রার্থীরা এই প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নির্বাচনের প্রার্থী মাহবুবুর হোসেন জীবন। তিনি বলেন, রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন ফকির অভিভাবকদের জাল স্বাক্ষরের মাধ্যমে দরখাস্ত দিয়ে নির্বাচন স্থগিত করিয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান মোটা অংকের টাকার বিনিময়ে নির্বাচন স্থগিতের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য প্রার্থী বাচ্চু মিয়া, নূর মিয়া, অভিভাবক মো কুরেশ মিয়া, তালেব আলী নুনু, সৈয়দ মিয়া ও আব্দুল মালিক।
Leave a Reply