জুয়েল আহমদ, জগন্নাথপুর : সুনামগঞ্জের জগন্নাথপুরে মেয়েকে ধর্ষণ ও তার বৃদ্ধ বাবাকে মারধরের মামলার প্রধান আসামি শামীম আহমদকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার বিকেলে ৪টার দিকে বাহ্মণবাড়ীয়ার সরাইল উপজেলার বেততলা গ্রাম থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। অভিযানকালে জগন্নাথপুর থানার একদল পুলিশ ডিবির সঙ্গে ছিল।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি-তদন্ত মোছলেহ উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে জগন্নাথপুর থানায় নিয়ে আসা হচ্ছে।
উল্লেখ্য, গত সোমবার রাত ১টায় গোতগাঁও গ্রামের ইয়াবা ব্যবসায়ী শামীম আহমদসহ কয়েক বখাটে আলীগঞ্জ বাজারের কলোনিতে গিয়ে আনোয়ার মিয়ার মেয়ের খোঁজ করে; কিন্তু তাকে না পেয়ে আনোয়ার মিয়াকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে আনোয়ার মিয়ার স্বামী পরিত্যক্তা মেয়ে শামীম আহমদের বিরুদ্ধে তাকে ধর্ষণ এবং পরবর্তী সময়ে ভয়ে বাড়ি ছেড়ে লুকিয়ে থাকায় তার পিতাকে আহত করার অভিযোগে মঙ্গলবার জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি শামীম আহমদ ঘটনার পর থেকেই পলাতক ছিল। তবে পুলিশ অভিযুক্ত অপর ৫ জনকে গ্রেফতার করে।
Leave a Reply