জগন্নাথপুর প্রতিনিধি : মামলা-মোকদ্দমার কারণে প্রায় ১৬ বছর পর সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকল প্রস্তুতি সম্পন্ন। ইতোমধ্যে ভোটগ্রহণ সামগ্রী প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
মিরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ১৪ হাজার ৩শ ৯১। এজন্যে ১০টি ভোট কেন্দ্রের ৩৩টি কক্ষে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
ভোটগ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এজন্যে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয়েছে।
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সোমবার উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এই ইউনিয়নে মোট মোটার ২১ হাজার ২শ ৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৫শ ৩ জন আর মহিলা ভোটার ১০ হাজার ৭শ ৯১ জন।
উপ নিবার্চনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের শেখ মোজাহিদ বিন ইসলাম সহ ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য তিনজন হলেন, আদম খাঁ, এস এম জাবেদ ও মহিউজ্জামান।
মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সব কটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে দেখা হচেছ
উল্লেখ্য, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ আবু নাছিম মোহাম্মদ আলমগীরের মৃত্যুতে পদটি শূন্য হয়।
Leave a Reply