জুয়েল আহমদ, জগন্নাথপুর : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পুরো এলাকায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। আগামী ১৪ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্যে ৭ জন চেয়ারম্যান প্রার্থী সহ ৬৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান পদে ৭ জন, মেম্বার পদে ৪৭ জন ও সংরক্ষিত নারী আসনে ১৩ জন মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের আব্দুল কাদির ও জাতীয় পার্টির আব্বাস আলী ছাড়া মাহবুবুল হক শেরীন অন্য ৫ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেম্বার পদে লড়ছেন, ১ নম্বর ওয়ার্ডে ৮ জন, ২ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৬ জন, ৫ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৬ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৭ নম্বর ওয়ার্ডে ৭ জন, ৮ নম্বর ওয়ার্ডে ৭ জন ও ৯ নম্বর ওয়ার্ডে ৬ জন।
সংরক্ষিত আসনে মেম্বার পদে নারী প্রার্থী ১ নম্বর ওয়ার্ডে ৩ জন, ২ নম্বর ওয়ার্ডে ৫ জন ও ৩ নম্বর ওয়ার্ডে ৫জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, নির্বাচনের তফসিল অনুযায়ী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থীতা প্রত্যাহার ২২ সেপ্টেম্বর। আর ১৪ অক্টোবর ভোটগ্রহণ করা হবে।
Leave a Reply