জুয়েল আহমদ, জগন্নাথপুর : সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মারামারির দুটি মামলার একটির ৩৬ আসামি গ্রেফতার হয়েছে। আত্মসমর্পণ করেছে অপর মামলার ৫ আসামি। সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের শাহ আকমল হোসেন ও কাজল মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে প্রায়ই দুই পক্ষের মধ্যে সংঘাত-সংঘর্ষ ঘটছিল। একাধিক মামলাও রয়েছে।
গত ১৭ মে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষ ঘটে। এঘটনায় জগন্নাথপুর থানায় পরস্পরবিরোধী দুটি মামলা দায়ের হয়। কাজল মিয়ার পক্ষে দায়ের করা মামলার ৭২ আসামির মধ্যে ৩৬ জন সোমবার বিকেলে আদালতে অন্য এক মামলায় জামিন নিয়ে বাসযোগে সুনামগঞ্জ থেকে ফেরার পথে পুলিশ জগন্নাথপুর উপজেলা সদর থেকে তাদের গ্রেফতার করে।
অন্যদিকে শাহ আকমল হোসেনের পক্ষে দায়ের করা মামলার ৫ আসামি মঙ্গলবার সকালে থানায় এসে আত্মসমর্পণ করে।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত ও আত্মসমর্পণকারী সকল আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply