জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে মানবিক সহায়তা কর্মসূচির অধীনে ভিজিএফ কার্ডধারীদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১৮৯২ জন কার্ডধারী অসহায় মানুষের মাঝে ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়।
এছাড়া ১৯১ জন ক্ষদ্র ও প্রান্তিক চাষী এবং মৎস্যজীবী কার্ডধারীর মধ্যে ৩০ কেজি ও নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়।
চাল ও নগদ অর্থ বিতরণ করেন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, ইউপি সচিব মো আব্দুল গফুর, সদস্য এলাচি বিবি, আম্বিয়া বেগম, রোকসানা বেগম, মো ইছরাক আলী, মো তেরা মিয়া, মো মাহমদ মিয়া, মো আবুল কালাম, মো আব্দুল মুকিত, মো বজলু মিয়া, মো নাজমুল হোসেন, মো মিলাদ আহমদ ও মো জলিল মিয়া।
Leave a Reply