জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৫ জন ভিক্ষুককে ৫টি টং ঘরসহ দোকানের মালামাল কেনার জন্যে নগদ ৪ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ ভবন চত্বরে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান টং দোকানগুলো হস্তান্তর ও টাকাগুলো প্রাপকদের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মধুসূদন ধর, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেলাল হোসেন।
Leave a Reply