জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স্কুল ও মাদরাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫ শতাধিক গরীব শিক্ষার্থীকে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট এবার শিক্ষা বৃত্তি দেবে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।
১৯৯৬ সালে গঠিত ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ২০০০ সাল থেকে জগন্নাথপুর উপজেলার শিক্ষার্থীদের উৎসাহী করার লক্ষ্যে শিক্ষা বৃত্তি প্রদান করছে। শুক্রবার এ বছরের বৃত্তি বিতরণ করা হবে।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের শিক্ষা সহ বিভিন্ন উন্নয়ন খাতের উদ্যোগ এবং পরিকল্পনাও তুলে ধরা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের জেনালের সেক্রেটারি হাসনাত আহমদ চুনু। আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এম নূর, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান এখলাছুর রহমান, সাজ্জাদুর রহমান, সানোয়ার চৌধুরী, ছমির আলী, ছাদেকুর রহমান কোরেশী, ট্রেজারার আব্দুল হালিম ও সাবেক সেক্রেটারি মহিব চৌধুরী।
Leave a Reply