জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে দেরিতে হলেও সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে।
গত ২৮ এপ্রিল সারাদেশে ধান সংগ্রহ শুরু হলেও বুধবার থেকে জগন্নাথপুরে শুরু হয়। দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুর রব, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমলা রায়, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, উপজেলা খাদ্য পরিদর্শক ফয়জুল হক, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীতেন্দ্র মালাকার প্রমুখ।
কৃষক ও খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, এ বছর জগন্নাথপুরের একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে কৃষি কার্ডধারী ২৫ হাজার কৃষকের নিকট থেকে ২ হাজার ৬৮৫মেট্রিন ধান সংগ্রহ করা হয়। প্রতি কেজির মূল্য ২৭ টাকা। একজন কৃষকের নিকট থেকে ৭৫ মণ ধান সংগ্রহ করা হবে। প্রথমেই মিরপুর গ্রামের হোসেন আলীর নিকট থেকে ৭৫ মণ ধান সংগ্রহ করা হয়।
জগন্নাথপুর উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল রব জানান, ধান সংগ্রহের তালিকা তৈরিতে বিলম্ব হওয়াতে নির্ধারত সময়ে সংগ্রহ করা হয়নি। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই ক্রয় কার্যক্রম চলবে।।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, প্রকৃত কৃষকদের যাছাই বাচাই করে কৃষি কার্ডধারী ২৫হাজার কৃষকের নিকট থেকে বোরো ধান সংগ্রহ করা হচ্ছে।
Leave a Reply