জুয়েল আহমদ, জগন্নাথপুর : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের হাওররক্ষা বেড়ি বাঁধ প্রকল্প বাস্তবায়ন পোল্ডার নম্বর ১ এর আওতাভুক্ত নলুয়ার হাওরে বেড়িবাঁধ দ্বিতীয় মেয়াদে নির্মাণ কাজ শেষ হওয়ায় এলাকার কৃষক সহ সর্বস্তরের মানুষ স্বস্তিবোধ করছেন।
সরজমিনে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের নীতিমালা অনুযায়ী ২০১৭-২০১৮ সালের হাওররক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করার মেয়াদ গত ২৮ ফেব্রুয়ারি শেষ হয়ে যায়। তবে সময় বর্ধিত করে দেয়া হয়। এই সুযোগে নলুয়ার হাওর বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের চেয়ারম্যান সুলতান আহমদ (পিআইসি নং ৯৪) নির্মাণ কাজ সম্পন্ন করে ফেলেছেন।
অনুসন্ধানে জানা গেছে, নানা প্রতিবন্ধকতার কারণে প্রকল্প বাস্তবায়ন কমিটি-পিআইসি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারায় উপজেলা প্রশাসন ১৫ মার্চ পর্যন্ত কাজ সম্পন্নের মেয়াদ বর্ধিত করে।
প্রকল্পের চেয়ারম্যান সুলতান আহমদ জানান, নদীর নিকটে বেড়িবাঁধটি থাকায় খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তবুও যথাযথভাবে নির্মাণ কাজ শেষ করা হয়েছে।
Leave a Reply