জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে রাসেল মিয়া (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সালদিঘা গ্রামের হাওরে বেড়িবাঁধের উপর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করা করে। রাসেল মিয়া পার্শ্ববর্তী দিরাই উপজেলার ভাটি ধল গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সকালে এলাকার লোকজন মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে এসআই জিয়ার নেতৃত্ব একদল পুলিশ মরদেহটি উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply