জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে রবিবার দুপুরে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে ইউপি ভবন প্রাঙ্গণে মাদক, জঙ্গি, যৌতুক, বাল্যবিয়ে ও নারী নির্যাতন রোধ এবং শান্তিশৃঙ্খলা রক্ষার্থে এই সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম রানার সভাপতিত্বে ও ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা এসআই অনুজ কুমার দাশের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, থানার তদন্ত কর্মকর্তা নবগোপাল দাশ, ইউপি সদস্য ইছরাক আলী, রুকসানা বেগম, গ্রাম আদালতের সহকারী শরিফুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সাফি মিয়া তালুকদার ও সাংবাদিক গোলাম সারোয়ার।
Leave a Reply