আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী হারুনুজ্জামানের সমর্থনে বুধবার বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি এম এ মুকিতের সভাপতিত্বে ও সহ সভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিনের পরিচালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল। বিশেষ অতিথি ছিলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম খসরু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমেদ, আব্দুস সোবহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, যুক্তরাজ্য বিএনপির নেতা আব্দুল মতিন লাকি ও জেলা যুবদলের সহ সভাপতি আবুল হাশিম ডালিম।
Leave a Reply