জগন্নাথপুর প্রতিনিধি : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মরত ও সাবেক বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক এবং ব্রি প্রগতি প্রাথমিক ও ব্রি উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের অর্থায়নে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ৩০০ বন্যার্ত মানুষের মাঝে নগদ এক হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও পরিসংখ্যা) ড আবু বকর সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ ও হবিগঞ্জ ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড পার্থ সারথী বিশ্বাস।
Leave a Reply