জগন্নাথপুর প্রতিনিধি : উজানের ঢল ও টানা কয়েক দিনের বৃষ্টিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদীর তীরবর্তী কয়েকটি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে।
ইউনিয়নগুলো হলো, পাইলগাঁও, আশারকান্দি, রানীগঞ্জ ও চিলাউড়া-হলদিপুর। এসব ইউনিয়নে কুশিয়ারা নদীর তীরবর্তী গ্রামগুলোর কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে আছে।
পাইলগাঁও ইউনিয়নের মশাজান গ্রামের সড়কটি পানির নিচে। বন্যার কবলে পড়েছে জালালপুর, খানপুর, জায়ফরপুর ও আলীপুর। এছাড়া রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারের একাংশ সহ রানীনগর, নারিকেলতলা, বাগময়না, নোয়াগাঁও, আলমপুর ভালিশ্রী ও রোয়াইল বাজার, আশারকান্দি ইউনিয়নের বড়ফেছির বাজারের পার্শ্ববর্তী এলাকা এবং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের হলিকোনা বাজার সহ আশেপাশের গ্রাম বন্যার পানিতে ডুবে আছে।
কুশিয়ারা নদীতে পানি এখনো বাড়ছে।
Leave a Reply