জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ব্যাপক আয়োজনে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং উপজেলা প্রশাসন আলাদা আলাদা কর্মসূচি গ্রহণ করে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দলের উপজেলা সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। পরে কেক কাটা হয়।
এদিকে রাধারমণ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার-ভূমি ইয়াসির আরাফাত, উপজেলা প্রকৌশলী গোলাম সারোওয়ার ও থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
পরে বঙ্গবন্ধুকে নিয়ে ‘যত গান ও কবিতা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply