জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাবের তৃতীয় শাখা ইউনির্ভাসাল ফ্রেন্ডস ক্লাবের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে ৩টায় ফ্রেন্ডস ক্লাব কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্বে করেন, ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ইসলাম আলী। প্রধান অতিথি ছিলেন, জগন্নাথপুর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দে। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার। পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মহসিন আহমেদ। কুরআন তেলাওয়াত করেন, ধর্ম বিষয়ক সম্পাদক মিফতা উদ্দিন। আরো বক্তব্য রাখেন, উপদেষ্টা সদস্য মুক্তার মিয়া, ছদরুল ইসলাম, শাহিন তালুকদার, সালেহ হক, সাংবাদিক অমিত দেব, রাজীব তালুকদার, সাংবাদিক ফখরুল ইসলাম, কবি জামাল শহীদ, মিঠুন রায়, নূরুল ইসলাম নাহিদ, বদরুল ইসলাম রনি, আলফু মিয়া ও সুজন মিয়া।
Leave a Reply