বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া ইউনিয়ন বাজার মাঠে লিগ্যাল সলিউশন বিডি ডটকমের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১১ ফেব্রুয়ারি (২৮ মাঘ) সকালে অনুষ্ঠিত খেলায় চিলাউড়া লায়ন্স স্পোর্টিং ক্লাব ও নুনু ফটবল একাডেমি দল অংশগ্রহণ করে।
বিপুল সংখ্যক ফুটবলপ্রেমীর উপস্থিতিতে অনুষ্ঠিত খেলায় চিলাউড়া লায়ন্স স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে নুনু ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
চিলাউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লিগ্যাল সলিউশন বিডি ডটকমের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, লেবন মিয়া, সায়েদ মিয়া ও অধ্যক্ষ সাব্বির আহমদ।
খেলা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply