জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণ কৃতি ফুটবলার মাসুম আহমদের হত্যকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌর চত্বরে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সুনু, পৌরসাভার সাবেক প্যানেল মেয়র আবাব মিয়া, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুহেল আহমদ, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন ও সমাজসেবক
রেজাউল করিম রাজু।
বক্তারা অভিযোগ করেন, ১৬ এপ্রিল পৌরসভার ভবানীপুর এলাকায় মাসুম আহমদের বাসার সামনে রাস্তার জায়গা পাশের বাসার সুরুজ মিয়া ও তার ছেলেদের জোরপূর্বক দখলের প্রতিবাদ করায় তাকে দিনদুপুরে বাসা থেকে ডেকে নিয়ে মা-বোনের সামনে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়; কিন্তু পুলিশ এখন পর্যন্ত ৩ আসামিকে গ্রেফতার করলেও বাকিরা পলাতক রয়েছে।
Leave a Reply