সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে অকাল বন্যায় ফসলহারা এক হাজার পরিবারের মধ্যে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে ১০ কেজি চাল, তেল ও ডাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সদরে আবদুস সামাদ আজাদ অডিটোরিয়ামে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের তত্ত্বাবধানে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জের পুলিশ সুপার মো বরকত উল্লাহ খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ।
Leave a Reply