জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব গ্রিস শাখার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও ফুটবল মাঠে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা সেলিম আহমদ।
আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব গ্রিস শাখার সভাপতি রাজন তালুকদারের সভাপতিত্বে ও অধিনায়ক আল-আমিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক ফুটবলার এম এ শহিদ, আনছার আহমদ ও ইমদাদ তালুকদার।
খেলায় আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব গ্রিসকে ১-০ গোলে হারিয়ে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব কলকলিয়ার বিজয়ী হয়।
Leave a Reply