জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষানবীশদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার ও কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার।
পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সহযোগিতায় কর্মশালায় অংশগ্রহণকারী ১৮০ জনকে বিনামূল্যে আম গাছের চারা প্রদান করা হয়।
Leave a Reply