জগন্নাথপুর প্রতিনিধি : প্রশাসনের হস্তক্ষেপে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় একটি বাল্যবিয়ের আয়োজন পণ্ড হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর এলাকার আবুল কালামের মেয়ে সাজমিন বেগমের (১৬) সঙ্গে হবিবপুর এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে দিলোয়ার মিয়ার বিয়ের দিন ধার্য্য ছিল। এক ব্যক্তি মুঠোফোনে এ খবর পৌঁছে দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহর কাছে। খবর পেয়েই ইউএনও সহকারী কমিশনার-ভূমি অনুপম দাসকে বাল্যবিয়ে বন্ধের জন্যে পাঠান। তিনি আয়োজন বন্ধ করে ফিরে আসার পর পুনরায় মুঠোফোনে খবর আসে নতুন করে বিয়ের আয়োজন শুরু হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ নিজে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের কুফল সম্পর্কে কনে ও তার মায়ের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করে দেন।
Leave a Reply