জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এলাকার বিশিষ্ট মুরব্বি ফজলুর হক (৮০) বার্ধক্যজনিত কারণে সোমবার রাত ১২টা ২৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মঙ্গলবার রানীগঞ্জ বাজার দারুচ্ছুন্না হাফিজিয়া সিনিয়র মাদরাসা মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার, যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম ও লুৎফুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, সহ সভাপতি আবু তাহের মজনু, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আলমাছ মিয়া, মরহুমের ছোটভাই মজলুল হক, জমিয়তে উলামায়ে ইসলামির নেতা মাওলানা ফজল আহমদ ও মাওলানা নজরুল ইসলাম নিজামী। ।
পরে বাগমায়না গ্রামে শাহী ঈদগা মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বাগময়না পুরাতন জামে মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।
Leave a Reply