জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের প্রবাসীদের সংগঠন জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ও অর্থায়নে জালালপুর গ্রামের বিভিন্ন সড়ক আলোকিত করতে ২৫টি সৌর ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জালালপুর গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত এই সংগঠন সৌর ল্যাম্পপোস্ট স্থাপনের মধ্যে দিয়ে এলাকায় উন্নয়ন সাধনের সূচনা করলো।
সৌর ল্যাম্পপোস্ট স্থাপন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জালালপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি তরফিক উল্লার সভাপতিত্বে ও মাওলানা কামাল হোসাইনের পরিচালনায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন, সাবেক ইউপি মেম্বার তাহির আলী, মাওলানা বেলাল আহমদ, জুনাইদ আহমদ, মাওলানা জাকির আহমদ, শুয়েব আহমদ, সিরাজুল হক ও রনি হাসান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জালালপুর গ্রামের আব্দুস শহিদ মেম্বার, আতিব উল্লা, ছাদিক উল্লাহ, মৌর আলী, বাহারাম উল্লা, আবদুছ ছাত্তার, মাশুক মিয়া, মাস্টার আব্দুল হক, মিসির আলি ও হাবিজুর রাহমান।
Leave a Reply