জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে ‘করোনা’ শনাক্ত ১৮ বছরের এক তরুণকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাকে সেখানে পাঠানোর সাথে সাথে পুরো গ্রামটি লকডাউন করা হয়।
নারায়নগঞ্জ থেকে ১৭ এপ্রিল উপজেলার নাদামপুর গ্রামের একই পরিবারের ১১ জন সদস্য বাড়িতে আসে। তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন উপজেলা স্বাস্থ্য কর্তকর্তা। এছাড়া পরিবারের ১১ জন ও প্রতিবেশী আরো ২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়।
বুধবার দিনগত রাতে নমুনা রিপোর্টে ১৩ জনের মধ্যে শুধুমাত্র এই যুবকের ‘করোনা’ পজেটিভ ধরা পড়ে।
Leave a Reply