জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক সরোয়ান (২০) টানা ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষপর্যন্ত পরাজিত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় সরোয়ান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। সে ইসহাকপুর এলাকার সুন্দর আলীর ছেলে। শনিবার সন্ধ্যায় মরদেহ পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
গত ২৮ অক্টোবর রাত দেড়টায় আছিম শাহ মাজারে গানের অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে জগন্নাথপুর-ভবের বাজার সড়কের মনাইর ভাঙ্গা নামক স্থানে ২৫/৩০ জন তাকে কুপিয়ে আহত করে। এ ব্যাপারে সরোয়ানের পিতা বাদি হয়ে একই এলাকার লাল মিয়ার ছেলে আমির হেসেন পংকিকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ৭/৮ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ১৩ জনকে অবৈধ অস্ত্র সহ গ্রেফতার করে।
Leave a Reply