জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মনাফের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় জগন্নাথপুর সরকারি কলেজ মাঠে আব্দুল মনাফের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন, তার ছেলে যুক্তরাজ্য প্রবাসী হাফিজ আকমল হোসেন সোয়েব। বিশেষ মোনাজাত পরিচালনা করেন, সংযুক্ত আরব আমিরাতের সাবেক বিচারপতি ইছামতি মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা হবিবুর রহমান। নামাজে জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে মরদেহ দাফন করা হয়।
এর আগে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং জগন্নাথপুর পৌর পরিষদ, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন ছাত্র সংগঠন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, জগন্নাথপুর বাজার বণিক সমিতি, বাজার তদারক কমিটি, স্বেচ্ছাসেবক লীগ, জগন্নাথপুর সরকারি কলেজ ও রাধারমন সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা প্রয়াত মেয়রের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
Leave a Reply