জগন্নাথপুর প্রতিনিধি : নদী ও চরাঞ্চলের হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার প্রকল্প ফ্রেন্ডশিপের উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও ফ্রেন্ডশিপ প্রকল্পের সিনিয়র ম্যানেজার আবু নাইমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা সায়খূল ইসলাম, জগন্নাথপুর থানার ওসি-তদন্ত নবগোপাল দাশ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, ফ্রেন্ডশিপ প্রকল্পের প্রোগ্রাম স্পেশালিস্ট ডা আবুল হোসেন সেখ ও প্রোগ্রাম অফিসার হিরক চৌধুরী।
Leave a Reply