জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে দু’টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়। সোমবার রাতে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আশারকান্দি ইউনিয়নের দীঘলবাঁক গ্রামের মৃত সঈদ উল্লার ছেলে আব্দুল হান্নান ধনাই মিয়া (৮২), তার ছেলে আবুল হোসেন আবু (৪৪) ও আব্দুল আলীম (২৬)।
অপর মামলায় গ্রেফতারকৃতরা হলেন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামের ছইফুল উল্লার ছেলে কালু মিয়া (৪৪), তার ভাই ফজলু মিয়া (৩১), একই গ্রামের আফজাল উল্লা আবজলের ছেলে সেলিম মিয়া (৪৩) ও তার ভাই নিজাম মিয়া (৩৯)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা পৃথক দু’টি ননজিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
Leave a Reply