জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও উন্নয়ন সংস্থার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান তেরাব আলীর বাড়িতে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক চেয়ারম্যান সাজ্জাদুর রহমান। সমাজসেবক আলাল হোসেন রানার পরিচালনায় এতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য শাহজাহান মাহমুদ। আরো বক্তব্য রাখেন, সাবেক মেম্বার কামরুজ্জামান কমরু মিয়া, বর্তমান মেম্বার তারা মিয়া, সচিব শামছুল আলম, সমাজসেবক আব্দুস সালাম, কলকলিয়া বাজার বণিক সমিতির সভাপতি হারুনুর রশীদ, জাকির হোসেন তারা মিয়া ও সাদিকুর রহমান নান্নু।
পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত করেন, হাফিজ রেজাউল করিম।
Leave a Reply