জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে।
সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতে বাজেট পেশ করেন, ইউপি সচিব প্রবীণ রঞ্জন পুরকারস্থ।
মোট ১ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৮শ ২২ টাকার বাজেট পেশ করা হয়। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২১ লাখ ৪০ হাজার ৫শ ৯৩ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৫৪ হাজার ২২৯ টাকা।
চেয়ারম্যান মখলুছ মিয়ার সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান শাহান মিয়ার পরিচালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, যুবলীগের যুগ্ম আহবায়ক কয়ছর রশীদ ও ইউপি সদস্য আবু বকর মধু মিয়া।
Leave a Reply