জগন্নাথপুর প্রতিনিধি : ‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’-এ প্রতিপাদ্য নিয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মধুসূদন ধর, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, ডা শেখ মনিরুজ্জান, আওয়ামী লীগ নেতা আকমল খান, সাংবাদিক শংকর রায় ও আব্দুল হাই।
Leave a Reply