জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার সমর্থনে যুক্তরাজ্যের ইয়র্ক আওয়ামী লীগ সভাপতি রাকিব আলীর উদ্যোগে নির্বাচনী পথসভা ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল তাহিদের পরিচালনায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন, মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাবিজুর রাহমান, আওয়ামী লীগ নেতা আনসার মিয়া, সুরুজ্জামান, গোলাম রাব্বানী ও মাহমুদুল হাসান কোরেশী।
Leave a Reply