জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার বাদি ও তার পরিবারের সদস্যদেরকে হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
মামলার বাদি জহুরুল ইসলাম ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ সহ তার সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।
গত ২৮ আগস্ট রাতে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে জহুরুল ইসলামের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় নাদামপুর গ্রামের লিয়াকত আলী। এ ঘটনায় জহুরুল ইসলাম ও তার স্ত্রী থানায় লিখিত অভিযোগ করলে ৩ সেপ্টেম্বর পুলিশ লিয়াকত আলীকে গ্রেফতার করে।
এদিকে লিয়াকত আলী গ্রেফতার হওয়ার পর ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ ও তার সহযোগীরা ঘটনাটি ৫০ হাজার টাকায় ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে।
নাদামপুর গ্রামের মানুষও ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ সহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে ইকবাল হোসেন সাজাদ অভিযোগ অস্বীকার করেছেন।
Leave a Reply