জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ধান বোঝাই ট্রাক খাদে পড়ে ও বাসের ধাক্কায় ২ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সেতুতে উঠতে গিয়ে ধান বোঝাই একটি ট্রাক পাশের খাদে পড়ে ১ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের গোয়াইনঘাটের ধান কাটার শ্রমিক নলুয়ার হাওর থেকে ধান কেটে ভাগে পাওয়া ধান ট্রাকে করে নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। নিহত ব্যক্তির নাম আব্দুর রউফ (৩০)। আহতদের জগন্নাথপুর উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা আংশকাজনক বলে জানা গেছে।
এছাড়াও জগন্নাথপুরে পৌর এলাকার মুচিবাড়ি নামক স্থানে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর-সিলেট সড়কে জগন্নাথপুর থেকে ছেড়ে যাওয়া সিলেট জ ১১-০৭৫২ বাসটি এই ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। বাসটির চালক তাকে জগন্নাথপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়। আহত ব্যক্তি পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Leave a Reply