জুয়েল আহমদ, জগন্নাথপুর : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খাগাউড়া ও মহিষাকোনা গ্রামের কয়েকজন কৃষক এবার বোরোধান চাষ না করেও সরকারের কাছে ধান বিক্রেতার তালিকাভুক্ত হয়েছেন।
এই ভূয়া কৃষকদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে রবিবার এলাকাবাসী উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর দাবি জানিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে সোমবার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দায়িত্বে থাকা উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী নাজির উদ্দিন খাগাউড়া ও মহিষাকোনা গ্রামে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই-বাছাই করে তালিকাভুক্ত ১৪৪ জন কৃষকের ৩১ জনই ভূয়া বলে প্রমাণ পান।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জানান, গ্রামবাসীর অভিযোগের পর এই এলাকার ধান ক্রয় স্থগিত করা হয়েছে। সরজমিন প্রতিবেদন হাতে এলে ভূয়া কৃষকদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply