জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। পত্রিকাটি ১৬ বছরে পদার্পণ করলো।
এ উপলক্ষে পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জুয়েল আহমদের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেককাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন. দৈনিক মানবজমিন প্রতিনিধি শংকর রায়, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল হাই, দৈনিক প্রথম আলো প্রতিনিধি অমিত দেব, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি আলী আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী, জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম, মির্জা শাফায়েত, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসন ভূঁইয়া, ইউএনও কার্যালয়ের সহকারী ফয়সল চৌধুরী, টেকনিশিয়ান অরূপ সরকার, সাংবাদিক জুয়েল আহমদের নানি জয়নব বিবি, মা রহিমা আক্তার তালুকদার, শিক্ষক রাসেল আহমদ, আরজিনা খানম, দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি রেজুয়ান কারেশী, আজকের স্বদেশ প্রতিনিধি রুম্মান আহমদ, সমাজসেবক রাজিব চৌধুরী বাবু ও কামরান আহমদ জুয়েল।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষ থেকে ৫০টি মাস্ক যায়যায়দিন প্রতিনিধি জুয়েল আহমদের হাতে তুলে দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান ও ইউএনও পদ্মাসন সিংহ।
Leave a Reply