জগন্নাথপুর প্রতিনিধি : ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এই স্লোগান নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বুধবার সকালে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ। আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মখলিছুর রহমান, বিআরডিবি কর্মকর্তা সাইফুল ইসলাম, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত কুমার, সাজেদা খানম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমেন আহমদ সোয়েব, সমাজসেবী আব্দুল মনাফ, আব্দাল মিয়া, মখলিছ মিয়া, ইমাম মাওলানা নজরুল ইসলাম, গৃহিনী সৈয়দা শিউলী আক্তার, শিক্ষার্থী কিশোয়ান, আবু তাহের রনি, মেহেরুন আক্তার ও ফারজানা আক্তার।
Leave a Reply