জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ দুরন্ত ক্লাবের পক্ষ থেকে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
শনিবার বিকালে সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রানীগঞ্জ দুরন্ত ক্লাবের সহ সভাপতি শাহিন মিয়া সুমনের সভাপতিত্বে ও দাতা সদস্য এখলাছুর রহমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রানীগঞ্জ বাজার ডিএস আলিম মাদরাসার সভাপতি সুন্দর আলী। বিশেষ অতিথি ছিলেন, রানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চাঁন মিয়া ও আয়োজক সংগঠনের দাতা সদস্য মুক্তার মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান। সংবর্ধিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, শাহ এস এম ফরিদ ও গোলাম সারোয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজ সেবক সুনু মিয়া, সাংবাদিক জুয়েল আহমদ, সুজাত আলী, দুলন মিয়া, ব্যবসায়ী দেওয়ান মিয়া, সদস্য বেলাল আহমদ ও আহমদ মুসা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইউসুফ আলী।
Leave a Reply