জগন্নাথপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রীর নির্দেশ ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ এর প্যানেল প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের ছাইলার হাওরে দরিদ্র কৃষক বিজয় বৈদ্য ও সৈয়দ আলী আজগরের জমিতে প্যানেল প্রত্যাশীরা ধান কেটে দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের ২৫ জনের একটি দল বিনা পারিশ্রমিকে ৭ বিঘা জমির ধান কেটে দেয়।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ এর প্যানেল প্রত্যাশী কমিটির সুনামগঞ্জ জেলা সভাপতি জাকির আহমেদের নেতৃত্বে সহ সভাপতি নিধির সূত্রধর ও জগন্নাথপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক প্রদীপ বৈদ্য সহ অন্যরা ধান কাটায় অংশ নেন।
তারা কাটা ধান মাড়াই শেষে মাথায় করে কৃষকদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেন।
Leave a Reply