জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাথে আশারকান্দি ইউনিয়নের সংযোগ স্থাপনকারী সড়কে সেতু না থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে।
আহমদাবাদ, বুড়াইয়া, পাটকুড়া, সোনাতনপুর ও কুড়িহাল গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষকে চলাচল করতে হয় এ সড়ক দিয়ে। রত্না নদী পার হতে হয় বাঁশের সাকো দিয়ে। এতে বেশি অসুবিধায় পড়ছে শিক্ষার্থীরা। প্রায় দিন দুর্ঘটনাও ঘটছে।
প্রবাসীদের অর্থায়নে ২৪ লাখ টাকা ব্যয়ে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এ সড়কের উন্নয়ন কাজ হয়েছে। এখন রত্না নদীর উপর একটি সেতু দরকার।
কুড়িহাল ও আহমদাবাদের মধ্যবর্তী রত্না নদীর উপর সেতু নির্মাণের দাবি জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জানালেন, বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
Leave a Reply