জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে গন্ধর্ব্বপুর যুব সমাজের উদ্যোগে এর আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন, সাংবাদিক গোলাম সারোয়ার। এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ইউসুফ আলী, আবুল হোসেন, মাসুম আহমদ, রইছ উদ্দিন, মিফতাহ উদ্দিন, নূর উদ্দিন শিপন, জাবের আল আদনান ও সাংবাদিক দোলন মিয়া।
উদ্বোধনী খেলায় সবুজ সাথী ফুলবল টিম ৫-১ গোলে মামু ভাগনা ফুটবল টিমকে পরাজিত করে। খেলায় রেফারি দায়িত্বপালন করেন, জাবের আল আদনান, ইউসুফ আলী, রুহুল আমিন, আলাল মিয়া, আবুল হোসেন।
প্রতিযোগিতায় মোট ৪৮টি টিম অংশ গ্রহণ করছে।
Leave a Reply