জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পুলিশের উপর হামলা চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ৪৮ জন আত্মসমর্পণ করেছে।
মঙ্গলবার সকালে পুলিশ এসল্ট মামলার এই আসামিরা থানায় এসে আত্মসমর্পণ করলে পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করে।
পুলিশ জানায়, গত ১৪ মার্চ থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে তিন পুলিশ সদস্য উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামি আব্দুল হাশিমকে গ্রেফতার করে নিয়ে আসার সময় কিছু লোক তাদের উপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত অবস্থায় আসামিকে ছিনিয়ে নেয়। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
এই হামলার শিকার এসআই শহিদুল ইসলাম বাদি হয়ে ৫৩ জনের বিরুদ্ধে থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক ৪ জনকে গ্রেফতার করে। এছাড়া ১৯ মার্চ ছিনিয়ে নেওয়া আসামি আব্দুল হাশিমকেও গ্রেফতার করা হয়।
এদিকে হামলার পরদিন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান ও জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে নিয়ে শান্তির বাজারে অপরাধ দমনে সভা করেন। এতে তাদের আহ্বানে সাড়া দিয়ে এলাকাবাসী আসামিদের ধরিয়ে দিতে আশ্বাস দেন, যার পরিপ্রেক্ষিতে আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সাত্তারের নেতৃত্বে ঐয়ারকোণা গ্রামের মাসুম আহমদ, মেবুল মিয়া, ফরতাব আলি ও জহির মেম্বারসহ এলাকাবাসীর মাধ্যমে বাকি ৪৮ আসামি থানায় এসে আত্মসমর্পণ করে।
Leave a Reply